Last Updated: Friday, December 28, 2012, 13:05
মস্তিষ্কে তীব্র আঘাত থাকায় এখনও অত্যন্ত সংকটজনক দিল্লির গণধর্ষণের শিকার ২৩ বছরের তরুণী। তবে সব প্রতিকূলতার বিরুদ্ধে এখনও লড়ে যাচ্ছেন তিনি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিইও কেভিন লো শুক্রবার একথা জানান। আজকের মেডিক্যাল বুলেটিনে লো জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে ফুসফুস ও অন্ত্রে সংক্রমণ ছাড়াও ওই তরুণীর মস্তিষ্কে তীব্র আঘাত ছিল। সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার আগেই দিল্লিতে নির্যাতিতার শরীরে তিনবার অস্ত্রোপচার হয়েছে। ইতিমধ্যেই তিনি একবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছেন হাসপাতালের সিইও।