Last Updated: March 22, 2014 22:43

দমদম বিমানবন্দর থেকে সাত কেজি সোনা উদ্ধার করল শুল্ক দফতর। আটক করা হয়েছে ১০ জনকে। বিকেলে দমদম বিমানবন্দরে সাতজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে পাঁচ কেজি সোনা।
সকালে জেট এয়ারলাইন্সের বিমানে আসেন তিন মহিলা। তিন মহিলা স্ক্যানারের মধ্যে দিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যায় সোনা। এদের কাছ থেকে দেড় কেজি সোনা মেলে। সকলেই দিল্লির বাসিন্দা বলে গেছে। টুরিস্ট ভিসা নিয়ে ব্যাংকক গিয়েছিলেন ধৃতরা। দশজনই পেশাদার সোনা পাচারকারী বলে অনুমান শুল্ক দফতরের এয়ার ইন্টিলিজেন্স ব্রাঞ্চের কর্তাদের।
First Published: Saturday, March 22, 2014, 22:43