Last Updated: Friday, June 27, 2014, 11:09
টপ গিয়ারে চলছে বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই। বিশ্বকাপে চার গোল করে মেসি, নেইমারকে ছুঁয়ে ফেললেন জার্মানির থমাস মুলার। ইউএসএ-র বিরুদ্ধে গোল করে বিশ্বকাপে চার নম্বর গোলটি করলেন তিনি। মেসি, নেইমার, মুলারের ঘাড়ে নিশ্বাস ফেলছেন আর্জেন রবেন ও রবিন ভ্যান পার্সিও।