আরও নিচে নামল সোনা

আরও নিচে নামল সোনা

আরও নিচে নামল সোনা দু`বছরে দাম কমার রেকর্ড করল সোনা। মঙ্গলবার বিশ্ববাজারে দু`বছরের মধ্যে সোনার দাম সব থেকে নিচে নামায় বিনিয়োগকারীরাও সোনা বিক্রি করার দিকে যাচ্ছেন।

কাঁচা সোনার দাম ১০.৮১ মার্কিন ডলার কমে আউন্স প্রতি ১৩২১.৩৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

শুধু সোনা নয়, রপোর দামও ২ শতাংশ কমে আউন্স প্রতি ২২.১১ মার্কিন ডলারে নেমে এসেছে।

সোমবার সোনার বারের দাম একদিনে প্রতি আউন্সে ১২৫ মার্কিন ডালার হ্রাস পায়। ১৯৮৩-র পর এই প্রথম প্রায় ৯ শতাংশ পড়ল সোনার বারের দাম।

First Published: Tuesday, April 16, 2013, 15:54


comments powered by Disqus