Last Updated: November 5, 2011 22:38

স্পেনে লা লিগাতে গত বছর সর্বোচ্চ গোলদাতা হিসাবে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জিতে নিলেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনল্ডো। লা লিগায় ক্লাবের হয়ে গত মরসুমে চল্লিশটি গোল করে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হলেন রোনাল্ডো। এর আগে দুহাজার আট সালে ম্যান ইউর হয়ে একত্রিশটি গোল করে প্রথম বারের জন্য গোল্ডেন বুট জিতেছিলেন রোনাল্ডো। গত বছর বার্সেলোনার হয়ে লিওনেল মেসি গোল্ডেন বুট পেয়েছিলেন।
First Published: Saturday, November 5, 2011, 22:41