Last Updated: Saturday, November 5, 2011, 22:38
স্পেনে লা লিগাতে গত বছর সর্বোচ্চ গোলদাতা হিসাবে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জিতে নিলেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনল্ডো। লা লিগায় ক্লাবের হয়ে গত মরসুমে চল্লিশটি গোল করে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হলেন রোনাল্ডো।