গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড ২০১৪ নমিনেশন

গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড ২০১৪ নমিনেশন

গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড ২০১৪ নমিনেশন বছর শুরু হতেই শুরু হয়ে গেছে অ্যাওয়ার্ডের বন্যা। অমুক অ্যাওয়ার্ড, তমুক অ্যাওয়ার্ডের মধ্যেই প্রকাশিত হল ষষ্ঠ বার্ষিক গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডের নমিনেশন। সেরা নয়, খারপতমকে বেছে নিয়ে পুরস্কৃত করা হবে এবার।

একশো কোটির ব্লকবাস্টার দিয়েও নমিনেশন থেকে রেহাই পাননি আমির। রেহাই পায়নি চেন্নাই এক্সপ্রেস।

নমিনেশন তালিকা-

খারপতম অভিনেতা

অজয় দেবগন-হিম্মতওয়ালা
আদিত্য রয় কপূর-আশিকি টু
রনবীর সিং-গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা
ইমরান খান-গোরি তেরে পেয়ার মে
অর্জুন কপূর-অরঙ্গজেব

খারাপতম অভিনেত্রী

শ্রদ্ধা কপূর-আশিকি টু
সোনম কপূর-রঞ্ঝনা
সোনাক্ষি সিনহা-আর...রাজকুমার
পল্লবী সারদা-বেশরম
দীপিকা পাডুকোন-চেন্নাই এক্সপ্রেস

খারাপতম সহ অভিনেতা

আদিত্য রয় কপূর-ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
সচিন জোশি-যা যা করেছেন সব কিছুর জন্য
ইমরান খান-মতরু কি বিজলি কা মনডোলা
সঞ্জয় দত্ত-জঞ্জীর
এবিসিডি ছবির সব অভিনেতা

খারপতম সহ অভিনেত্রী

দীপিকা, জ্যাকলিন, আমিশা-রেস টু
কঙ্গনা রওনাত-কৃষ থ্রি
অনুষ্কা শর্মা-মতরু কি বিজলি কা মনডোলা
বাণী কপূর-শুদ্ধ দেশি রোম্যান্স
এবিসিডি ছবির সব অভিনেত্রী

খারাপতম ছবি

হিম্মতওয়ালা
চেন্নাই এক্সপ্রেস
বেশরম
কৃষ থ্রি
ধুম থ্রি

খারপতম পরিচালক

সাজিদ খান-হিম্মতওয়ালা
সঞ্জয় লীলা বনশালি-গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা
রোহিত শেঠি-চেন্নাই এক্সপ্রেস
প্রভু দেবা-আর...রাজকুমার
রাকেশ রোশন-কৃষ থ্রি

সবথেকে বিরক্তিকর গান

সারাক্ষণ রেডিওতে বাজে

লুঙ্গি ডান্স-চেন্নাই এক্সপ্রেস
পার্টি অল নাইট-বস
তুম হি হো-আশিকি টু
লাট লগ গয়ি-রেস টু
গন্দি বাত-আর...রাজকুমার

জঘন্য গানের কথা

সমীর-রঘুপতি রাঘব, কৃষ থ্রি
ময়ূর পুরী-শাড়ি কে ফল সা, আর...রাজকুমার
অমিতাভ ভট্টাচার্য-ওয়ান টু থ্রি ফোর, চেন্নাই এক্সপ্রেস
সিদ্ধার্থ-গরিমা- ইশকাঁয়ো ঢিশকাঁয়ো, গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা
কুমার-গ্র্যান্ড মস্তি, গ্র্যান্ড মস্তি
অনভিতা দত্ত-চিংগাম চবাকে, গোরি তেরে পেয়ার মে

খারাপতম নবাগত/নবাগতা

গিরিশ কুমার
সাশা আগা
পুনম পাণ্ডে
বীণা মালিক
রাম চরণ তেজা
লিয়েন্ডার পেজ

বাওয়ারা হো গয়া হ্যায় কে অ্যাওয়ার্ড

বিশাল ভরদ্বাজ-মতরু কি বিজলি কা মনডোলা
অভিনব কাশ্যপ ও রনবীর কপূর-বেশরম
তিঘমাংশু ধুলিয়া-বুলেট রাজা
সুধীর মিশ্র-ইনকার
আমির খান-ধুম থ্রি

বোকা বোকা রিমেক/সিক্যোয়েলের জন্য আরজিভি কি আগ অ্যাওয়ার্ড

জঞ্জীর
হিম্মতওয়ালা
চসমে বদ্দুর
আশিকি টু
ইয়ামলা পাগলা দিওয়ানা
ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই দোবারা

হোয়াই আর ইউ স্টিল ট্রাইং অ্যাওয়ার্ড

প্রীতি জিন্টা-ইশক ইন প্যারিস
বিবেক ওবেরয়-জয়ন্তভাই কি লভ স্টোরি
নীল নীতিন মুকেশ-থ্রি জি ও শর্টকাট রোমিও
শহিদ কপূর-আর...রাজকুমার
জ্যাকি ভাগনানি-রঙ্গরেজ






First Published: Thursday, January 30, 2014, 21:30


comments powered by Disqus