Last Updated: Thursday, February 6, 2014, 18:51
প্রায় সারা পৃথিবী ঘুরে জি সিনে অ্যাওয়ার্ডসের আসর এবার ফের বসছে মুম্বইতে। সেরা অভিনেতা, অভিনেত্রী, সেরা ছবি ও গানের নমিনেশন প্রকাশিত হয়েছে আগেই। এবারে প্রকাশিত হল সম্পূর্ণ নমিনেশন তালিকা। কারা পেলেন সেরা পরিচালকের নমিনেশন? কারাই বা সেরা নতুন মুখ? এক ঝলকে দেখে নিন-