পিচকারি দিয়ে আজ গুগলকেও রঙ মাখানো হল

পিচকারি দিয়ে আজ গুগলকেও রঙ মাখানো হল

পিচকারি দিয়ে আজ গুগলকেও রঙ মাখানো হল------------------------------
গোটা দেশ যখন হোলি খেলছে তখন চুপ করে `ঘরে বসে` নেই ইন্টারনেট সার্চ ইঞ্জিন জায়েন্ট `গুগল`ও। সোমবার গুগল ইন্ডিয়ার পাতায় হোলি উপলক্ষে বিশেষ ডুডলে দেখা যাচ্ছে রঙে রাঙানো গুগুল। এই ডুডলে দেখা যাচ্ছে পিচকারির মাধ্যমে গুগলের লোগোকে রঙ লাগানো হচ্ছে। ২০০১ সালে প্রথমবার হোলি উপলক্ষে গুগল ডুডল দেখা গিয়েছিল।

এরপর ২০১০, ২০১১ সালে হোলির জন্য বিশেষ দারুণ দুটো ডুডল করেছিল গুগল। এক বছর পর ফের হোলির গুগুল ডুডল ফিরল। তবে এবার গুগল ডুডুলে সেভাবে ইন্টারঅ্যাকটিভ করা হয়নি। এ মাসের শুরুতে আন্তর্জাতিক নারী দিবসের গুগল ডুডল যেরকম আকর্ষণীয় ছিল হোলির ক্ষেত্রে অবশ্য ততটা হল না।

First Published: Monday, March 17, 2014, 09:02


comments powered by Disqus