Last Updated: Sunday, May 11, 2014, 09:38
মে মাসের দ্বিতীয় রবিবার গুগল যোগ দিল মাদার্স ডে-এর উত্সবে। ভারত সহ বিশ্বের ৫২টি দেশে গুগল ডুডুলে মাদার্স ডে-কে মনে রেখে সাজিয়ে তোলা হয়েছে। গুগলের হোম পেজ সাজানো হয়েছে একটু অন্য রকম মায়ের ছবিতে। আজ গুগল ডুডুলে দেখা যাচ্ছে মাদার্স ডে উপলক্ষ্যে যেখানে মা তাঁর সন্তানদের সঙ্গে সাইকেল চালিয়ে মজা করছে।