Last Updated: April 29, 2014 09:47

গুগল লোগোর দুটো `o`-এর জায়গায় আজ রয়েছে দুটো তবলা। উস্তাদ আল্লা রাখার ৯৫ বছরের জন্মদিন আজ। তাই গুগল ইন্ডিয়ার হোমপেজ এইভাবেই ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল তাঁকে।
সকলের কাছে আব্বাজী, আল্লারাখার জন্ম ১৯১৯ সালের ২৯ এপ্রিল জম্মুর ফাগোয়ালে। পুরো নাম আল্লারাখা কুরেশি খানসাহেব। মূলত পঞ্জাব ঘরানার শিল্পী অভারতীয় শ্রোতার কাছে তবলাকে জনপ্রিয় করে তুলেছিলেন। পণ্ডিত রবি শঙ্করের সঙ্গে তাঁর তবলার যুগলবন্দি পৃথিবী বিখ্যাত। ১২ বছর বয়সে তবলার প্রশিক্ষণের জন্য বাড়ি ছেড়ে যান আল্লারাখা। ১৯৩৬ সালে লাহোরের অল ইন্ডিয়া রেডিওয় যোগদান করেন। ১৯৩৮ সালে বদলি হয়ে বম্বে শহরে গিয়ে পড়েন আল্লারাখা। কয়েকবছর রেডিওয় কাটানোর পর ১৯৪৩ সাল থেকে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ শুরু করেন তিনি। ছবিতে এ আর কুরেশি নামে কাজ করতেন আল্লারাখা।
এরপর ১৯৫৮ সাল থেকে ছবিতে মিউজিকের কাজ কমিয়ে দিয়ে পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে সারা বিশ্বে অনুষ্ঠান করতে শুরু করেন আল্লারাখা। বিশ্বের দরবারে ভারতীয় দ্রুপদি সঙ্গীতের জনপ্রিয়তা বাড়তে থাকে। ১৯৭৭ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। ১৯৮২তে আসে সঙ্গীত নাটক অ্যাকাডেমি সম্মান। ১৯৮৫ সালে বম্বেতে শুরু করেন আল্লা রাখা ইন্সটিটিউট অফ মিউজিক। তাঁর তিন ছেলে জাকির হুসেন, ফজল কুরেশি ও তওফিক কুরেশি সকলেই বিখ্যাত তবলাবাদক। ৩ ফেব্রুয়ারি, ২০০০ মুম্বইতে হৃদরোগে আক্রান্ত হয় মৃত্যু হয় আল্লা রাখার।
First Published: Tuesday, April 29, 2014, 09:47