Last Updated: December 11, 2013 23:03

শুরু হল গুগল ইন্ডিয়ার মেগা অনলাইন শপিং ফেস্টিভ্যাল দ্য গ্রেট অনলাইন শপিং ফেস্টিভ্যাল। বুধবার শুরু হয়ে চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। টানা ৭২ ঘণ্টার শপিং ফেস্টিভ্যালে ২ কোটি ভারতীয় অনলাইন শপারদের জন্য সব বড় ই-কমার্স ব্র্যান্ড একসঙ্গে নিয়ে এসেছে গুগল। অনলাইন শপিং ফেস্টিভ্যালে রয়েছে গুগলের ২০০ জন পার্টনারের সেরা ডিল।
গুগল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর রঞ্জন আনন্দন সাংবাদিকদের বলেন, "গত বছরের দারুন সাড়া পাওয়ার পর এবছরও ১১-১৩ ডিসেম্বর, ৩ দিনের অনলাইন শপিং নিয়ে এসেছি আমরা।" অনলাইন শপিং ফেস্টিভ্যালে অংশ নিয়েছে ক্লাসিফায়েড সংস্থা, অনলাইন ট্রাভেল সাইট, গাড়ির সংস্থা, টেলিকম সংস্থা, ফ্যাশন ব্র্যান্ড, স্বাস্থ্য সচেতনার বিভিন্ন সংস্থা থেকে শুরু করে ব্যাঙ্কিং ও ফিনান্স সংস্থাগুলিও।
গুগল ইন্ডিয়া ইন্ডাস্ট্রির ই-কমার্স ডিরেক্টর নীতিন বাওয়ানকুলে বলেন, "বিভিন্ন বিভাগে ২০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। ঘড়ির ওপর রয়েছে ৬০ শতাংশ ছাড়, প্লেনের টিকিটে ২০ শতাংশ ছাড়, স্পিকার, হেডফোন জাতীয় জিনিসে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও ঘর সাজানোর জিনিসে ৮০ শতাংশ, আসবাবপত্রে ৪০ শতাংশ, টেলিভিশন সেটে ৫০ শতাংশ, মোবাইল ফোনে ৪০ শতাংশ, কম্পিউটার ও টেবিলে ৪৫ শতাংশ, ক্যামেরায় ৩০ শতাংশ ও ছেলেদের জুতোয় ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।"
আনন্দনের বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে ভারতে ২ কোটি অনলাইন শপার রয়েছেন। আগামী কয়েক বছরে যা ৫ কোটিতে পৌঁছবে।
First Published: Wednesday, December 11, 2013, 23:03