Last Updated: Wednesday, December 11, 2013, 23:03
শুরু হল গুগল ইন্ডিয়ার মেগা অনলাইন শপিং ফেস্টিভ্যাল দ্য গ্রেট অনলাইন শপিং ফেস্টিভ্যাল। বুধবার শুরু হয়ে চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। টানা ৭২ ঘণ্টার শপিং ফেস্টিভ্যালে ২ কোটি ভারতীয় অনলাইন শপারদের জন্য সব বড় ই-কমার্স ব্র্যান্ড একসঙ্গে নিয়ে এসেছে গুগল। অনলাইন শপিং ফেস্টিভ্যালে রয়েছে গুগলের ২০০ জন পার্টনারের সেরা ডিল।