ভারতের স্বাধীনতা দিবসে গুগল আনছে ইমপ্যাক্ট চ্যালেঞ্জ

ভারতের স্বাধীনতা দিবসে গুগল আনছে ইমপ্যাক্ট চ্যালেঞ্জ

 ভারতের স্বাধীনতা দিবসে গুগল আনছে ইমপ্যাক্ট চ্যালেঞ্জ  ভারতের ৬৭ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জন্য গুগল নিয়ে আসছে অভিনব এক প্রতিযোগিতা। ``গুগল ইমপ্যাক্ট চ্যালেঞ্জ``। সাধারণ মানুষের জীবনের উন্নয়নের স্বার্থে বিভিন্ন বেসরকারি অলাভজনক সংস্থা গুলি (এনজিও) কীভাবে টেকনোলজির ব্যবহার করছে তার উপর ভিত্তি করেই হবে এই `চ্যালেঞ্জ` বা প্রতিযোগিতা।

প্রতিযোগিতার শেষে চারটি সেরা এনজিও-কে বেছে নেওয়া হবে। এই চারটি এনজিও-র প্রত্যেকটি ৩কোটি টাকা নগদ পুরষ্কার ও গ্লোবাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড। এর সঙ্গেই মিলবে নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুগলের তরফ থেকে সব ধরণের টেকনিকাল সাহায্য। কালিফোর্নিয়ার এই টেক জায়ান্ট সোমবার এই চ্যালেঞ্জের কথা ঘোষণা করেছে।

নথিভুক্ত ভারতীয় এনজিও গুলিকে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন জানাতে হবে। ভারত সহ সারা বিশ্বের গুগলাররা এই আবেদন পত্র গুলি দেখতে পারবেন। ২১ অক্টোবরের মধ্যে গুগলারদের ভোটের ভিত্তিতে বেছে নেওয়া হবে সেরা দশটি এনজিও।

এই দশটির মধ্যেও সেরা বাছতে ভোট নেওয়া হবে। গুগলারদের ভোটের ভিত্তিতে দেওয়া হবে ফ্যান ফেভারিট অ্যাওয়ার্ড।

এই ১০টা এনজিও-র প্রতিনিধিরা ৩১ অক্টোবর নয়া দিল্লিতে গুগলের বিচারক মণ্ডলীর সামনে নিজেদের কাজকে তুলে ধরবেন। সেখান থেকেই বেছে নেওয়া হবে সেরা চার সংস্থা।



First Published: Tuesday, August 13, 2013, 16:00


comments powered by Disqus