হোয়াটসঅ্যাপ কিনছে গুগল?

হোয়াটসঅ্যাপ কিনছে গুগল?

হোয়াটসঅ্যাপ কিনছে গুগল?টেক-বাজারের নতুন গুঞ্জন বিলিয়ন ডলারের ডিলে মেসেজিং অ্যাপ `হোয়াটসঅ্যাপ` কিনে নিচ্ছে ইন্টারনেট জায়ান্ট গুগল।

একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, বেশ কয়েকমাস যাবতই এই চুক্তি নিয়ে কথাবার্তা চালাচ্ছিল দু`পক্ষ। তবে বিক্রির মূল্য নির্ধারনে দরকষাকষি চালিয়ে যায় হোয়াটসঅ্যাপ। দর হাঁকানোর ফলস্বরূপ প্রায় ১ বিলিয়ন ডলারের ডিল হয়ে চলেছে দু`পক্ষের মধ্যে।

রিপোর্টটিতে আরও জানান হয়েছে নতুন করে মেসেজিং সার্ভিস ব্র্যান্ড তৈরি করা এই মুহূর্তে গুগলের পক্ষে সম্ভব নয়। তার প্রাথমিক কারণ হোয়াটসঅ্যাপ সহ একাধিক মেসেজিং সার্ভিস মাজারে থাকায় ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছে।

হোয়াটসঅ্যাপ এখনও পর্যন্ত বিশ্বের সামনের সারির মেসেজিং সার্ভিস অ্যাপ যা কিনতে হয়। প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়া হোয়াটসঅ্যাপ প্রায় ৭৫০টি মোবাইল নেটওয়ার্ক সাপোর্ট করে।

First Published: Monday, April 8, 2013, 22:15


comments powered by Disqus