Last Updated: June 24, 2014 18:28
তোলার টাকা না দেওয়ায় এক দোকান মালিককে গুলি করল দুষ্কৃতী। এঘটনা ঘটেছে খোদ কলকাতার এন্টালি এলাকায়। আহত ব্যবসায়ীকে ভর্তী করা হয়েছে বেসরকারী হাসপাতালে। ঘটনার পর থেকে ফেরার দুষ্কৃতী
এন্টালির সৈয়দ আহমেদ রোডে মাংসের দোকান রয়েছে আফসার আলমের। আফসরের কাছে থেকে গত সাত মাস আগে দুলক্ষ টাকা দাবি করে এলাকার এলাকার কুখ্যাত দুষ্কৃতী সরফু। আজ সকালে দোকান খুলতেই চড়াও হয় সারফু। টাকা দিতে রাজি না হওয়ায় আফসারকে কাছে থেকে গুলি করে সরফু। পায়ে গুলি লেগে আহত আফসার ভর্তি হাসপাতালে।
সৈয়দ আহমেদ রোডে তোলাবাজ সারফুর উৎপাত দীর্ঘদিনের। এমনাটাই জানিয়েছেন এলাকার ব্যবসায়ীরা। দুহাজার এগারো সালে দিপক বাল্মিকি নামে এক ব্যবসায়ীকে তোলা না দেওয়ায় গুলি করে সারফু। তাঁর পর থেকেই পুলিসের খাতায় ফেরার ছিল সারফু। কিন্তু ফেরার সরফু পুলিসের অগোচরে কীভাবে অবাধে তোলাবাজি চালিয়ে যাচ্ছিল তা নিয়ে উঠছে প্রশ্ন।
First Published: Tuesday, June 24, 2014, 18:28