Last Updated: Saturday, March 8, 2014, 12:53
শব্দ তাণ্ডবের প্রতিবাদ করায় ফের প্রাণ খোয়াতে হল এক যুবককে। শব্দের জন্য আবার একজনকে শহিদ হতে দেখল শহর কলকাতা। ঘটনাস্থল খাস এন্টালি। পটারি রোডের একটি বিয়ে বাড়িতে গভীর রাত পর্যন্ত তারস্বরে মাইক বাজানো হয় বলে অভিযোগ। সঙ্গে চলছিল অশ্লীল নাচ। প্রতিবাদে সরব হন চন্দন ঘোষ, বিশু সরকার এবং টিঙ্কু সরকার নামের তিন স্থানীয় যুবক।