আজ মংপুতে সভা গের্খা জনমুক্তি মোর্চার, Gorkha Janmukti Morcha meet in Mongpu

আজ মংপুতে সভা গোর্খা জনমুক্তি মোর্চার

আজ মংপুতে সভা গোর্খা জনমুক্তি মোর্চারআজ মংপুতে সভা যুব মোর্চার সভা। এই সভা থেকেই ভবিষ্যতের আন্দোলন কর্মসূচি ঘোষণা হবে। জিটিএ গড়ার মধ্য দিয়ে পৃথক রাজ্যের দাবি থেকে গোর্খা জনমুক্তি সরে এসেছে, রাজনৈতিক মহলের একাংশের মধ্যে এই ধারণা হলেও, গোর্খা জনমুক্তি মোর্চার যুবনেতাদের দাবি গোর্খাল্যান্ডের দাবিতেই অনড় রয়েছে তারা। আজকের সভা থেকে গোর্খাল্যান্ডের দাবি আবার নতুন করে উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে।





First Published: Sunday, December 18, 2011, 22:41


comments powered by Disqus