Last Updated: Sunday, December 18, 2011, 11:16
আজ মংপুতে সভা যুব মোর্চার সভা। এই সভা থেকেই ভবিষ্যতের আন্দোলন কর্মসূচি ঘোষণা হবে। জিটিএ গড়ার মধ্য দিয়ে পৃথক রাজ্যের দাবি থেকে গোর্খা জনমুক্তি সরে এসেছে, রাজনৈতিক মহলের একাংশের মধ্যে এই ধারণা হলেও, গোর্খা জনমুক্তি মোর্চার যুবনেতাদের দাবি গোর্খাল্যান্ডের দাবিতেই অনড় রয়েছে তারা।