ফের নাম পালটে অনির্দিষ্টকাল বনধ পাহাড়ে

ফের নাম পালটে অনির্দিষ্টকাল বনধ পাহাড়ে

ফের নাম পালটে অনির্দিষ্টকাল বনধ পাহাড়ে`ঘরের ভিতরে জনতা` কর্মসূচির পর এবার `জনতা সড়কে।` শব্দবন্ধ পাল্টে পাহাড়ে ফের অনির্দিষ্টকাল বনধের পথে গোর্খা জনমুক্তি মোর্চার। ফলে কর্মসূচির নাম বদলালেও শনিবারও কার্যত বনধের চেহারায় পাহাড়। শুক্রবারই চক বাজারে জয়েন্ট অ্যাকশন কমিটির সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা করেন মোর্চা নেতা রোশন গিরি। জানান, পিকেটিং বা অবরোধ নয়। এবার পাহাড়ের নানা জায়গায় সভা-সমাবেশ করবে মোর্চা। কিন্তু মোর্চা নেতা রোশন গিরির এই ঘোষণার পরেও পাহাড়ে খোলেনি দোকানপাট। রাস্তাঘাটও শুনশান। রাজনৈতিক মহলের মতে, হাইকোর্টের নির্দেশের কথা মাথায় রেখেই আসলে বনধের নাম বদলাল মোর্চা।

First Published: Saturday, August 24, 2013, 11:53


comments powered by Disqus