Last Updated: Monday, September 2, 2013, 22:33
পাহাড়ে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। আগামিকাল কালিম্পঙে লেপচা সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরের দিনই নতুন প্রধান নির্বাচন করতে জিটিএ-র বৈঠক ডাকা হয়েছে। আজ বাগডোগরা বিমানবন্দরে জিটিএ-র মাধ্যমে উন্নয়নের পক্ষে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোর্চাকে আন্দোলন তুলে নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন রাজ্যভাগ হতে দেবেন না তিনি। তেলেঙ্গানা ঘোষণার পরই গোর্খাল্যান্ডের দাবিতে জিটিএ প্রধানের পদ থেকে ইস্তফা দেন বিমল গুরুং। সঙ্গে সঙ্গেই ইস্তফা গ্রহণ করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, মোর্চার সঙ্গে সুসম্পর্কে ইতি। পাহাড়ে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। তবুও বনধের রাস্তা থেকে সরেনি মোর্চা। মোর্চাকে চাপে রাখতে সরকার একদিকে পুরনো মামলায় তাদের একের পর এক নেতাদের গ্রেফতার করেছে। অন্যদিকে, পাহাড়ের মানুষকে কাছে টানতে চলেছে রেশন বিলি। বিমল গুরুংয়ের ইস্তফার পর জিটিএ প্রধান নির্বাচন করতে বুধবার বৈঠক ডাকা হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, নির্বাচিত সদস্যদের মধ্য থেকেই জিটিএ-র নতুন প্রধান নির্বাচন করতে হবে।