Last Updated: November 4, 2013 15:51

সলমনের দীপাবলি পার্টিতে এলেন গৌরি খান। এলেন শাহরুখকে ছাড়াই। যদিও এই বছর ইদে বাবা সিদ্দিকির পার্টিতে ঝগড়া মিটিয়ে নিয়েছিলেন শাহরুখ-সলমন, তবুও এ দিনের পার্টিতে দেখা যায়নি শাহরুখকে।
দীপাবলির একদিন আগে নিজের জন্মদিনের দিন সাংবাদিক সম্মেলনেও শাহরুখ জানিয়েছিলেন, সলমনের সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই। প্রযোজক, পরিচালকরা ভাল চিত্রনাট্য নিয়ে আসতে পারেন...ইনসাল্লাহ..যদি সুযোগ পাই আমি সলমনের সঙ্গে একসঙ্গে কাজও করতে চাইব। যদি এটা হয় তাহলে ভাল, না হলেও ভাল, এ দিন বলেন শাহরুখ।
শাহরুখ বলেন তিনি সলমনের পরিবারকেও শ্রদ্ধা করেন।
First Published: Monday, November 4, 2013, 15:51