Last Updated: Wednesday, July 3, 2013, 17:21
মন্নতে এল নতুন অতিথি। ছেলে হল শাহরুখ-গৌরির। সারোগেট মায়ের গর্ভজাত তাঁদের তৃতীয় সন্তান। সূত্র খবর, গত ২৭ মে জন্ম হয় শাহরুখের ছোট ছেলের। মনে করা হচ্ছে গৌরির বৌদি নমিতা ছিব্বর এই শিশুর সারোগেট মা। জন্মের সময় নবজাতকের ওজন ছিল দেড় কেজি। জন্মের পর প্রথমে তাকে নানবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া তাকে।