Last Updated: December 8, 2013 22:42

সারদার সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রতারিত মানুষদের টাকা ফেরত দিতে হবে সরকারকে। আজ বাদুড়িয়ায় দলীয় সমাবেশে এই দাবি করেন সিপিআইএম নেতা গৌতম দেব। সমাবেশে গৌতম দেব থেকে মহম্মদ সেলিম সকলের বক্তব্যেই উঠে এসেছে চার রাজ্যের ভোটের রায়। সারদাকাণ্ডে সরকারের ওপর চাপ বজায় রাখছে বামেরা। রবিবার বাদুড়িয়ায় দলীয় সমাবেশে সিপিআইএম নেতা গৌতম দেব দাবি করেন, অবিলম্বে সারদার সব সম্পত্তি বিক্রি করে সেই টাকা প্রতারিতদের ফিরিয়ে দিক সরকার।
গৌতম দেবের বক্তব্যে উঠে এসেছে চার রাজ্যে বিধানসভার ফলাফলও।
গৌতম দেবের দাবি, বিজেপির সঙ্গে গোপন আঁতাত রয়েছে তৃণমূলের ।
গৌতম দেব ছাড়াও রবিবারে সমাবেশে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিমও।
First Published: Sunday, December 8, 2013, 22:42