Last Updated: Monday, January 28, 2013, 10:01
দ্বিতীয় উত্তরবঙ্গ উত্সব ঘিরে সাজো সাজো রব গোটা উত্তরবঙ্গে। আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্সবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। উত্সবের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যুদ্ধকালীন তত্পরতায় চলছে কাজ। সোমবারের মধ্যে পুরোপুরি তৈরি করে ফেলতে হবে গ্যালারি, মূল ম়ঞ্চ। এসবের মধ্যেই হঠাত্ বিপত্তি। রবিবার ভেঙে পড়ল মঞ্চের পাশের গ্যালারি। মহড়া চলাকালীন দুর্ঘটনা ঘটায় আহত হল দুই শিশুশিল্পী। সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার কথা ১২০০ শিশুশিল্পীর। রবিবার চলছিল তারই মহড়া। দুর্ঘটনার খবর পৌঁছতেই ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব।