সমকামিতা নিয়ে বিভ্রান্ত কেন্দ্র

সমকামিতা নিয়ে পরস্পরবিরোধী মন্তব্য কেন্দ্রের

সমকামিতা নিয়ে পরস্পরবিরোধী মন্তব্য কেন্দ্রেরসমকামিতা নিয়ে দুধরণের বক্তব্য রাখার জন্য সুপ্রিম কোর্টের ভর্ত্‍‍‍সনার মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। ২০০৯ সালে সমকামিতা অপরাধ নয় জানিয়ে রায় দেয় দিল্লি হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে এ নিয়ে তাদের অবস্থান জানতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সলিসিটর জেনারেল পিপি মালহোত্রা বৃহস্পতিবার আদালতকে জানান, সমকামিতা অনৈতিক এবং সামাজিক রীতিনীতির বিরোধী। সমকামিতায় এডস ছড়ানোর আশঙ্কা থাকে বলেও জানান মালহোত্রা। সুপ্রিম কোর্ট সরকারি আইনজীবীকে খোঁজ নিতে বলেন ভারতে কতজন এডস রোগী সমকামী।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় সমকামিতা নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও অবস্থান নেই। কেন্দ্রের এই বক্তব্যের কথা সুপ্রিম কোর্টকে জানান আরএক অতিরিক্ত সলিসিটর জেনারেল। ‍কিন্তু, সুপ্রিম কোর্ট মোহন জৈনের বক্তব্য গ্রহণ করতে চায়নি। মামলার পরবর্তী শুনানি ২৮ ফেব্রুয়ারি।    





First Published: Tuesday, February 28, 2012, 13:19


comments powered by Disqus