Last Updated: Thursday, June 5, 2014, 20:55
উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের কাছে দরবার করবে রাজ্য। জলদাপাড়ায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সঙ্গে বৈঠক সেরে আজ একথা জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আদিবাসী উন্নয়ন পর্ষদের সঙ্গেও এদিনবৈঠক করেন মুখ্যমন্ত্রী। আদিবাসীদের উন্নয়নে উনিশটি জেলায় আদিবাসী কেন্দ্র তৈরি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার জলদা পাড়া টুরিস্ট লজে প্রশাসনিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। প্রথম বৈঠক ছিল আদিবাসী উন্নয়ন পর্ষদের সঙ্গে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান উনিশটি জেলায় আদিবাসী সেন্টার তৈরি হবে। তথ্য বিপনীর কাজ করবে এই সব আদিবাসী সেন্টার।