রঘুনাথ পুর থেকে প্রকল্প সরিয়ে নিতে চায় ডিভিসি , ড্যামেজ কন্টোল করতে তড়িঘড়ি বৈঠকে বসল সরকার

রঘুনাথ পুর থেকে প্রকল্প সরিয়ে নিতে চায় ডিভিসি , ড্যামেজ কন্টোল করতে তড়িঘড়ি বৈঠকে বসল সরকার

Tag:  DVC Purulia TMC Land contro
রঘুনাথ পুর থেকে প্রকল্প সরিয়ে নিতে চায় ডিভিসি , ড্যামেজ কন্টোল করতে তড়িঘড়ি বৈঠকে বসল সরকারপুরুলিয়ার রঘুনাথপুর থেকে ডিভিসি প্রকল্প সরিয়ে নিতে চাওয়ায় তড়িঘড়ি বৈঠকে বসল সরকার। আজ জেলাশাসকের সঙ্গে আলোচনায় বসেন মন্ত্রী শান্তিরাম মাহাতো। তাপবিদ্যুত প্রকল্প নিয়ে জটিলতার জন্য ডিভিসি কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তিনি। একইসঙ্গে দাবি করেছেন, আলোচনার মাধ্যমে সমস্যা মিটে যাবে। খুব তাড়াতাড়ি শুরু হবে প্রকল্পের কাজ।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতো ও তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। জমি জটে জেরবার ডিভিসি গতকাল পুরুলিয়ার জেলাশাসককে চিঠি দিয়ে জানায়, দ্বিতীয় পর্যায়ের প্রকল্প ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যেতে চায় তারা।  

First Published: Wednesday, November 6, 2013, 20:20


comments powered by Disqus