Last Updated: Thursday, October 17, 2013, 20:55
জল ছাড়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে ডিভিসির সংঘাতে কোনও ছেদ পড়ল না। উল্টে চাপান উতোর আরও বাড়ল। রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত মিথ্যাচারের অভিযোগ আনল ডিভিসি। রাজ্যের দাবি নস্যাত করে ডিভিসি ও গালুডি কর্তৃপক্ষ জানিয়ে দিল, জল ছাড়া হয়েছে রাজ্যকে জানিয়েই। জল ছাড়ার পরিমাণ নিয়েও মত পার্থক্য রয়েছে দুই পক্ষের। জলকাজিয়া নিয়ে ২১ অক্টোবর নবান্নে ডিভিসির সঙ্গে বৈঠক করবে রাজ্য সরকার। বৈঠকে থাকবেন ডিভিসি চেয়ারম্যান।