Last Updated: August 15, 2013 22:59

স্বাধীনতা দিবসে নাশকতার ঘটনা ঘটল দেশের উত্তর-পূর্বাঞ্চলে। বৃহস্পতিবার অসমের কোকরাঝাড় ও চিরাংয়ে গ্রেনেড বিস্ফোরণ ঘটনায় এনডিএফবি-র আলোচনা-বিরোধী গোষ্ঠী। কোকরাঝাড়ের বিস্ফোরণে আহত হয়েছেন এক ব্যক্তি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিরাংয়ের বিস্ফোরণে কেউ আহত হননি। সন্দেহভাজন দুই জঙ্গিকে ধরে স্থানীয় বাসিন্দারা পুলিসের হাতে তুলে দিয়েছেন।
বিস্ফোরণ হয়েছে মণিপুরেও। ইম্ফলে মুখ্যমন্ত্রী ইবোবি সিংয়ের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আগে বিস্ফোরণটি ঘটে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
First Published: Thursday, August 15, 2013, 22:59