Last Updated: Thursday, August 15, 2013, 23:28
শহরে নেই প্রসেনজিত। নেই দেব। এছাড়া টলিউডের যত নায়ক-নায়িকা-পরিচালক-প্রযোজক কলকাতায় রয়েছেন, তাদের সবাইকে পাওয়া গেল স্বাধীনতা দিবসের প্যারেডে। রেড রোডে স্বাধীনতা দিবসের মূল প্যারেডে শুধু মার্চ পাস্ট নয়, মুখ্যমন্ত্রীকে রীতিমত স্যালুট করে তাঁর অভিবাদন গ্রহণ করলেন সোহম-হিরন-জিত-রা। মূলত তারই উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের পাশাপাশি স্বাধীনতা দিবসেও রেড রোডে আয়োজিত হচ্ছে কুচকাওয়াজ। এবার সেই প্যারেডে কার্যত গোটা টলিউডকে হাজির করে চমক দিলেন মুখ্যমন্ত্রী।