Last Updated: November 19, 2013 23:34
হোটেলের নাম বদলে হয়েছে ললিত গ্রেট ইস্টার্ন। তবে নাম বদলালেও গ্রেট ইস্টার্নের ঐতিহ্য আজও অটুট রয়েছে। দাবি করলেন ললিত সুরি গ্রুপের সিএমডি জ্যোত্স্না সুরি। আজ হোটেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন সপ্তাহ পর সাধারণের জন্য খুলে দেওয়া হবে হোটেলের দরজা।
কলকাতার ঐতিহ্যবাহী গ্রেট ইস্টার্ন হোটেলের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পুরনো স্মৃতি। বাম আমলে ২০০৬ সালে ৫৮ কোটি টাকা দিয়ে হোটেলটির ৯০ শতাংশ শেয়ার কিনে নেয় ললিত সুরি গ্রুপ। এরপর দীর্ঘ সাত বছর কেটেছে। দুশো ষাট কোটি টাকা ব্যয়ে হোটেলটিকে নতুন রূপে তৈরি করেছে ললিত সুরি গ্রুপ। পাঁচতারা হোটেলের সবরকম সুযোগ সুবিধার বন্দোবস্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হোটেলটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে এসে ক্যানভাসে তুলির টানও দেন মুখ্যমন্ত্রী।
একশো পঁয়ষট্টি বছরের পুরনো এই হোটেলে মোট দুশো চুয়াল্লিশটি ঘর রয়েছে। সবমিলিয়ে তিন একর জমির ওপর দাঁড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী হোটেলটি। নিউ ব্লকে একশোটি, হেরিটেজ ব্লকে ৪৯টি এবং হেরিটেজ ব্লক দুইতে ৯৫টি ঘর রয়েছে। তবে এখনও পিছু ছাড়েনি ভাড়াটের সমস্যা। হোটেল খোলার জন্য সমস্ত ছাড়পত্র এখনও পাওয়া যায়নি। তবে সবকিছু ঠিকঠিক চললে আর সপ্তাহ তিনেকের মধ্যেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে হোটেলের দরজা। এমনটাই জানালেন ললিত সুরি হসপিটালিটি গ্রুপের সিএমডি জ্যোতস্না সুরি।
First Published: Tuesday, November 19, 2013, 23:34