Last Updated: Tuesday, November 19, 2013, 23:34
হোটেলের নাম বদলে হয়েছে ললিত গ্রেট ইস্টার্ন। তবে নাম বদলালেও গ্রেট ইস্টার্নের ঐতিহ্য আজও অটুট রয়েছে। দাবি করলেন ললিত সুরি গ্রুপের সিএমডি জ্যোত্স্না সুরি। আজ হোটেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন সপ্তাহ পর সাধারণের জন্য খুলে দেওয়া হবে হোটেলের দরজা।