Last Updated: October 29, 2011 16:01

গত তিন ম্যাচে বার্সেলোনার হয়ে একটিও গোল নেই লিওনেল মেসির। মেসির পাশে দাঁড়ালেও কোচ গোয়ারদিওলা হতাশা চাপতে পারছেননা। মুখে অবশ্য বলছেন সব সময় দল বা কোনও ফুটবলারের পক্ষে গোলের পর গোল করে যাওয়া সম্ভব নয়। গোয়ারদিয়ালোর মতে মেসি ভাল ভাবে বোঝেন যে তাঁর কাছে কি প্রত্যাশা করা হয়। গোয়ারদিয়ালো স্পষ্ট জানিয়েছেন যে ক্লাবের সাফল্যের পিছনে মেসির বড় অবদান রয়েছে।
First Published: Saturday, October 29, 2011, 16:01