Last Updated: December 17, 2012 16:58

নিসান হাইস্কুলের সামনে সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি। তা সত্ত্বেও ভিড় যেন বাধ সাধছে না। কিছুক্ষণের মধ্যে স্করপিও চেপে তিনি এলেন। পরনে সেই ট্রেড মার্ক গেরুয়া কুর্তা। ভোটগ্রহণ কেন্দ্রের কিছুটা আগেই নেমে গেলেন গাড়ি থেকে। গুজরাত মুখ্যমন্ত্রী এসেছেন তাঁর মূল্যবান ভোট দিতে। ভিড় চাইছে একবার তাঁকে ছুঁতে। আর আত্মবিশ্বাস ছলকাচ্ছে মোদীর চোখে-মুখে। প্রথমদফার নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়ার পর, সোমবার শেষ দফার নির্বাচনেও হাজারে হাজারে মানুষ ভোট দিয়েছেন। আর তাই নির্বাচনী বড় ইনিংসে `হ্যাট-ট্রিক` গড়ার স্বপ্ন দেখছেন গুজরাত রূপকার।
গুজরাতে ১৮২টি আসনের মধ্যে ভোট চলছে ৯৫টি বিধানসভা কেন্দ্রে। এদিন সকাল ৮টা থেকে ২৩ হাজার ৩১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। আজ ১ কোটি ৯৮ লক্ষ মানুষ তাঁদের গণতান্ত্রিক অভিকার প্রয়োগ করেছেন। দ্বিতীয় দফার নির্বাচনে মোট ভোট পড়ল ৭০ শতাংশ।
অন্যদিকে, ভোট দিয়ে বেরিয়ে দু`আঙুলের ফাঁকে বিজয়ের প্রতীক দেখিয়ে বিতর্ক উস্কেছেন মোদী। এই ঘটনায় উষ্মা প্রকাশ করেছে কংগ্রেস। গুজরাত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনে কমিশনের কাছে অভিযোগ করেছে কংগ্রেস। এদিন ভোটদানের পর নরেন্দ্র মোদী বলেন, "আমি নিশ্চিত বিজেপি হ্যাট-ট্রিক করবেই।" সেইসঙ্গে, দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনে প্রথম দফার তুলনায় বেশি ভোট পড়বে বলেও আশাবাদী মোদী।
শুধু আত্মবিশ্বাসের ঝলকই নয়, মোদীর কথায় ছিল ভাবী মুখ্যমন্ত্রীর সুরও। তিনি বলেন,"নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। এই ভোটে আসল প্রতিদ্বন্দ্বী গুজরাতের আম জনতা।" নির্বাচনে মহিলা-যুবদের এগিয়ে আসার জন্য তাঁদেরকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। সুশাসন ও উন্নয়নের রথে সওয়ার হওয়ায় ২০১২-র বিধানসভার ভোট ঐতিহাসিক নজির সৃষ্টি করবে বলে মন্তব্য করেন মোদী।
মানিনগড় বিধানসভায় বিজেপির মুখ নরেন্দ্র মোদীর লড়াই আইপিএস আধিকারিক সঞ্জীব ভাটের স্ত্রী শ্বেতার সঙ্গে। কংগ্রেস প্রার্থী শ্বেতা এদিন তাঁর স্বামীর সঙ্গে ভোট দিতে পৌঁছন। ভোটদানের ঠিক আগে তিনি জানান, "আমি সত্যের জন্য লড়ছি।" রাজ্যের প্রক্তন মুখ্যমন্ত্রী অমিত শাহ ও রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলিও এদিন ভোট দিয়েছেন।
যদিও নির্বাচন ঘিরে বিক্ষিপ্ত অশান্তিরও খবর পাওয়া গিয়েছে। পঞ্চমহল জেলায় এক বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। গুলিতে জেঠভাই ভরওয়াদ নামে ওই প্রার্থী আহত হয়েছেন।
দ্বিতীয় দফায় ভোট ময়দানে রয়েছেন ৮২০ প্রার্থী। আর আজকের ভোটেই ইভিএম বন্দি হতে চলেছে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাগ্য। নির্ধারিত হবে শঙ্করসিং বাঘেলার ভাগ্যও। এই দফাতেও সবকটি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি। দ্বিতীয় দফাতেও কংগ্রেসের পাশাপাশি ময়দানে রয়েছে কেশুভাই প্যাটেলের গুজরাত পরিবর্তন পার্টি। চুরাশিটি আসনে প্রার্থী দিয়েছে জিপিপি। গত বৃহস্পতিবার প্রথম দফায় ৮৭টি আসনে হয়েছিল ভোটগ্রহণ। ভোট পড়েছিল প্রায় ৭১ শতাংশ।
First Published: Monday, December 17, 2012, 20:05