Jagruti Pandya - Latest News on Jagruti Pandya| Breaking News in Bengali on 24ghanta.com
`হ্যাট-ট্রিক` গড়তে আত্মবিশ্বাসী মোদী, ভোট পড়ল ৭০%

`হ্যাট-ট্রিক` গড়তে আত্মবিশ্বাসী মোদী, ভোট পড়ল ৭০%

Last Updated: Monday, December 17, 2012, 16:58

নিসান হাইস্কুলের সামনে সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি। তা সত্ত্বেও ভিড় যেন বাধ সাধছে না। কিছুক্ষণের মধ্যে স্করপিও চেপে তিনি এলেন। পরনে সেই ট্রেড মার্ক গেরুয়া কুর্তা। ভোটগ্রহণ কেন্দ্রের কিছুটা আগেই নেমে গেলেন গাড়ি থেকে। গুজরাত মুখ্যমন্ত্রী এসেছেন তাঁর মূল্যবান ভোট দিতে। ভিড় চাইছে একবার তাঁকে ছুঁতে। আর আত্মবিশ্বাস ছলকাচ্ছে মোদীর চোখে-মুখে। প্রথমদফার নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়ার পর, সোমবার শেষ দফার নির্বাচনেও হাজারে হাজারে মানুষ ভোট দিয়েছেন। আর তাই নির্বাচনী বড় ইনিংসে `হ্যাট-ট্রিক` গড়ার স্বপ্ন দেখছেন গুজরাত রূপকার।