বাংলায় গুন্ডে!

বাংলায় গুন্ডে!

বাংলায় গুন্ডে!গত ডিসেম্বরেই কলকাতায় দাপিয়ে শুটিং শুরু হয়েছিল গুন্ডে-র। মিডিয়ার সংস্পর্শ বাঁচিয়ে দিন-রাত শুটিং হয়েছিল এই ছবির। কিছু দিন আগে আবারও বার্নপুর এলাকায় শুটিং হয়েছে অতিরিক্ত কিছু অংশ। আগামী বছরের গোড়ার দিকেই রিলিজ করতে চলেছে প্রিয়াঙ্কা, রণবীর ও অর্জুন অভিনীত এই ছবি।

আজকাল মুম্বইয়ের অনেক ছবিরই শুটিং চলছে এই বাংলায়। কাহানি, স্পেশাল ছাব্বিশ থেকে হাল আমলের লুটেরা কিংবা বুলেট রাজা। সবাইকে চমকে দিয়ে এই প্রথম যশ রাজ ফিল্মস নিল একটি অন্যরকম পদক্ষেপ। গুন্ডে ছবিটি হিন্দির পাশাপাশি বাংলাতেও ডাব করা হবে! মুক্তি পাবে ডাবল ভার্সান ছবি হিসেবে। ইতিমধ্যেই দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রিলিজ করেছে এই ছবির ট্রেলর। প্রচুর প্রশংসাও কুড়িয়েছে দর্শকের। এবার শুধুই অপেক্ষা কবে বাংলায় কথা বলতে শোনা যাবে প্রিয়ঙ্কা-রণবীর সিং-অর্জুন ত্রয়ীকে। অবশ্যই অন-স্ক্রিন!

First Published: Tuesday, December 10, 2013, 19:48


comments powered by Disqus