Ranbir Singh - Latest News on Ranbir Singh| Breaking News in Bengali on 24ghanta.com
বাংলায় গুন্ডে!

বাংলায় গুন্ডে!

Last Updated: Tuesday, December 10, 2013, 19:48

গত ডিসেম্বরেই কলকাতায় দাপিয়ে শুটিং শুরু হয়েছিল গুন্ডে-র। মিডিয়ার সংস্পর্শ বাঁচিয়ে দিন-রাত শুটিং হয়েছিল এই ছবির। কিছু দিন আগে আবারও বার্নপুর এলাকায় শুটিং হয়েছে অতিরিক্ত কিছু অংশ। আগামী বছরের গোড়ার দিকেই রিলিজ করতে চলেছে প্রিয়াঙ্কা, রণবীর ও অর্জুন অভিনীত এই ছবি।