Last Updated: January 7, 2012 13:28

নাইজেরিয়ায় ফের আক্রান্ত হলেন খ্রীষ্টানরা। সেদেশের আদামাওয়া প্রদেশের মুবি শহরের একটি সভায় অজ্ঞাতপরিচয় মুসলিম চরমপন্থী বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ১৭ জনের। ঘটনার দায় স্বীকার করেছে চরমপন্থী ইসলামিক সংগঠন বোকো হারাম। মুবি শহর ছাড়াও, গোম্বে শহরে একটি হামলায় ৬ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। বড়দিন থেকে সেদেশের খ্রীষ্টানদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে সংগঠনটি। বড়দিনের প্রার্থনা চলাকালীন মাদাল্লা ও জোস শহরে বিস্ফোরণে ৩৫ জন নিহত হয়েছিলেন। ক্রমবর্ধমান হিংসা সামাল দিতে সেদেশের চারটি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট গুডলাক জনাথন। আপত্কালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্য সতর্ক রাখা হয়েছে সেনাবাহিনীকে।
First Published: Saturday, January 7, 2012, 21:47