Last Updated: February 9, 2014 15:00

সোচি অলিম্পিকের মাঝে সন্ত্রাস। শীতকালীন অলিম্পিকের দ্বিতীয় দিন রবিবারে রাশিয়ার এক চার্চে বন্দুকবাজদের হামলা হল। হামলায় প্রাণ গেল ২ জনের। আহত হলেন ৬ জন।
পূর্ব রাশিয়ার শাখালিনে ক্যাথিড্রাল চার্চে সেই বন্দুকবাজ অন্ধের মত গুলি চালাতে থাকেন। অলিম্পিকের আয়োজক শহর থেকে এই হামলাস্থল কয়েক হাজার কিলোমিটার দূরে হলেও গোটা রাশিয়া জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। সেই বন্দুকবাজকে গ্রেফতারও করা হয়েছে।
কী কারণে বছর পঁচিশের সেই বন্দুকবাজ এই কাণ্ড ঘটালেন তা এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্তে শুরু হয়েছে।
অলিম্পিকের মাঝে বন্দুকবাজ হামলার ঘটনা আতঙ্ক ছড়িয়েছে।
First Published: Sunday, February 9, 2014, 15:00