Last Updated: Saturday, January 7, 2012, 13:28
নাইজেরিয়ায় ফের আক্রান্ত হলেন খ্রীষ্টানরা। সেদেশের আদামাওয়া প্রদেশের মুবি শহরের একটি সভায় অজ্ঞাতপরিচয় মুসলিম চরমপন্থী বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ১৭ জনের। ঘটনার দায় স্বীকার করেছে চরমপন্থী ইসলামিক সংগঠন বোকো হারাম।