তাই প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে হ্যাকার, hacking in account of thai pm

তাই প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে হ্যাকার

তাই প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে হ্যাকারতাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইঙ্গলাক শিনাওয়াত্রার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এমনকি তাঁর
নামে একাধিক টুইট করা হয়েছে। একটি পোস্টে বলা হয়েছে,"যিনি নিজের টুইটার অ্যাকাউন্ট রক্ষা করতে
পারেন না,তিনি দেশকে রক্ষা করবেন কীভাবে?`
জুলাই মাসে ভোটে জিতে ক্ষমতায় এসেছেন ইঙ্গলাক শিনাওয়াত্রা । তিনিই তাইল্যান্ডের প্রথম মহিলা
প্রধানমন্ত্রী। বিরোধীদের দাবি,পুতুল সরকার চালান ইঙ্গলাক শিনাওয়াত্রা। তাঁর সরকারকে নিয়ন্ত্রণ করেন
প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রা।যিনি সম্পর্কে ইঙ্গলাকের দাদা। ২০০৬ সালে এক সামরিক
অভ্যূত্থানে ক্ষমতাচ্যুত হন থাকসিন শিনাওয়াত্রা। তিনি এখন দুবাইয়ের বাসিন্দা। থাকসিন শিনাওয়াত্রা
তাইল্যান্ডে ক্ষমতাসীন ফিউ তাই পার্টির বিশেষ উপদেষ্টা। তবে সমালোচকদের দাবি,থাকসিনই দুর থেকে
দল এবং প্রশাসন চালান। ইঙ্গলাক শিনাওয়াত্রার সরকার চালানোর কোনও পূর্ব অভিজ্ঞতা নেই। হ্যাকাররা
তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। ইঙ্গলাক শিনাওয়াত্রার
সরকার প্রাকৃতিক দূর্যোগের মোকাবিলায় ব্যর্থ বলে মন্তব্য করা হয়েছে হ্যাক করা একটি টুইটে। অন্যটিতে
স্কুল ছাত্রদের কম্পিউটার দেওয়ার উদ্যোগ সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে। প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট যে
হ্যাক করা হয়েছে,তা মেনে নিয়েছে তাইল্যান্ডের যোগাযোগ মন্ত্রক। কী করে তা সম্ভব হল তা নিয়ে তদন্ত
শুরু হয়েছে।

First Published: Sunday, October 2, 2011, 22:15


comments powered by Disqus