Last Updated: Sunday, October 2, 2011, 22:15
তাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইঙ্গলাক শিনাওয়াত্রার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এমনকি তাঁর
নামে একাধিক টুইট করা হয়েছে। একটি পোস্টে বলা হয়েছে,"যিনি নিজের টুইটার অ্যাকাউন্ট রক্ষা করতে
পারেন না,তিনি দেশকে রক্ষা করবেন কীভাবে?`