Last Updated: November 5, 2011 22:10

হজযাত্রীদের সমাগমে সরগরম সৌদি আরব। লাখো মানুষের উপস্থিতিতে এখন তিল ধারণের জায়গা নেই মক্কায়। ইদ-আজ-ওহার তিন দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ধর্মীয় আচার। অংশ নিচ্ছেন বিশ্বের সব প্রান্তের তীর্থযাত্রীরা। কুরবানির ইদ পালনে বিভিন্ন দেশে প্রস্তুতি চলছে জোরকদমে। প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশে জমে উঠেছে পশু বাজার। তবে, মূল্যবৃদ্ধির কারণে কুরবানির ইদে এ বার সমস্যায় সাধারণ মানুষ। এবছর,সৌদি আরবে হজযাত্রীর সংখ্যা প্রায় তিরিশ লক্ষ। শুক্রবার থেকেই সরকারিভাবে শুরু হয়ে গিয়েছে হজ। নমাজ পাঠ সেরে মক্কার পবিত্র কাবা শরিফ প্রদক্ষিণ করছেন তীর্থযাত্রীরা। শুক্রবার,হজের প্রথম দিনেই মক্কার পূর্বে মিনায় যান তাঁরা। সেখানে দিনভর চলে প্রার্থনা। শনিবার,হজযাত্রীরা যান পবিত্র আরাফত পাহাড়ে। কথিত আছে,এখানেই ভক্তদের উদ্দেশ্যে শেষবার বাণী দিয়েছিলেন হজরত মহম্মদ। সবশেষে শয়তানকে লক্ষ করে পাথর ছোঁড়া,ইদ-আজ-ওহা পালনের মধ্য দিয়ে এ বারের মতো শেষ হবে হজযাত্রা। মুসলিম দুনিয়ায় এখন ইদ-আজ-ওহা বা কুরবানির ইদ পালনের প্রস্তুতি তুঙ্গে। পাকিস্তানের ছোট-বড় সব শহরেই বসেছে ইদের বাজার। তবে দাম বাড়ায় কুরবানির জন্য পশু কিনতে গিয়ে সমস্যায় সাধারণ মানুষ। একই ছবি বাংলাদেশেও। লাগামছাড়া মূল্যবৃদ্ধি কিছুটা হলেও ফিকে করে দিচ্ছে উত্সবের আনন্দ।
First Published: Saturday, November 5, 2011, 22:10