Last Updated: Friday, April 25, 2014, 14:50
আজ আদালতে তোলা হল সুদীপ্ত সেনের ছেলে শুভজিত্ সেন ও স্ত্রী পিয়ালি সেনকে। এ দিন তাদের ব্যঙ্কশাল কোর্টে তোলা হয়। পিয়ালি ও শুভজিত্ সেন দুজনেই আদালতে জামিনের আবেদন জানান। পিয়ালির আইনজীবী বলেন, পিয়ালির দুই সন্তান রয়েছে,তার জামিনের আর্জি মঞ্জুর করা হোক। এরপরই ইডি পিয়ালির জামিনের বিরোধিতা করেনি। তবে শুভজিত্ সেনের জামিনের বিরোধিতা করেছে। তার দুদিনের জেল হেফাজত চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।