পাসপোর্ট অফিসের গাফিলতি, ভোগান্তি হজ যাত্রীদের

পাসপোর্ট অফিসের গাফিলতি, ভোগান্তি হজ যাত্রীদের

Tag:  Haj passport kolkata
পাসপোর্ট অফিসের গাফিলতি, ভোগান্তি হজ যাত্রীদেরসরকারি অফিসে গয়ংগচ্ছ মনোভাবের জেরে তাঁরা হয়রানির শিকার হচ্ছেন। এমনই অভিযোগ জানালেন হজযাত্রীরা। তাঁদের অভিযোগ, নিয়ম মেনে ফর্ম ফিলআপ করেও, পাসপোর্ট মিলছে না। তার কারণ হিসেবে পাসপোর্ট অফিসের তরফে জানানো হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই পুলিস রিপোর্ট মেলেনি। ফলে বয়স্ক মানুষ থেকে শুরু করে দুরদূরান্ত থেকে আসা হজ যাত্রীরা দিনভর অপেক্ষা করে খালি হাতে বাড়ি ফিরলেন।

First Published: Saturday, March 31, 2012, 21:32


comments powered by Disqus