Last Updated: January 9, 2014 17:51

তিনি জ্যাক অফ অল ট্রেটস এবং মাস্টার অফ অল। তাঁর জামার হাতায় আরও কী নতুন ম্যাজিক লুকিয়ে আছে তা বোধ হোয় তিনি স্বয়ংও জানেন না। পরিচালক, প্রযোজন, অভিনেতা, গায়ক- এই চার ভূমিকায় তিনি সমান সাবলীল, সমান খ্যাত। তাঁর বহুমুখী প্রতিভার ছোঁয়া বারবার সমৃদ্ধ হয়েছে সমসাময়িক রুপোলী জগত। তিনি ফারহান আখতার। জাভেদ আখতার আর হানি ইরানির পুত্র বলিউডের এই অল রাউন্ডার আজ ৪০-এ পা দিলেন।
৪০-এর লিগে সদ্য পৌঁছানো এই তারকা বলিউডকে এক নতুন ভাষার সন্ধান দিয়েছেন। তাঁর প্রথম ছবি `দিল চাহাতে হে`-এর হাত ধরেই বিংশ শতকের হিন্দি সিনেমা নব্বইয়ের দশক পেরিয়ে নিজের আলাদা অস্তিস্ত্ব তৈরি করেছিল।
ফারহানের জন্মদিনে তাঁর অগুণতি ভক্তদের জন্য রইল অচেনা ফারহানের ৮ ঝলক-
জীবনে যে বিষয়টি নিয়ে আফসোস করেন ফারহান:
"কারণ যাই থাকুক না কেন সত্যিটা হল আমি আমার কলেজের পড়াশোনা শেষ করতে পারিনি।``
ফারহানের জীবনের guilty pleasure:
"মিষ্টি। মিষ্টি দেখলেই আমি বাচ্চা হয়ে যাই। কঠিন ডায়েটের মধ্যে দিয়ে গেলেও মিষ্টি দেখলে আর নিজেকে সামলাতে পারি না। তবে মিষ্টি খাওয়ার পর প্রয়োজনীয় ওয়ার্কআউট-টাও করেনি তৎক্ষণাৎ।``
অভিনয় না পরিচালনা- ফারহানের বেশি পছন্দের কোনটা:
``কিছু বছর আগে আমাকে এই প্রশ্নটা করা হলে চোখ বন্ধ করে আমার উত্তর হত পরিচালনা। কিন্তু এখন, আমি বোধহয় অভিনয়টাকেই বেশি ভালবাসি। কারণ পর্দায় একের পর এক ভিন্ন চরিত্র ফুটিয়ে তোলার অভিজ্ঞতা এক কথায় অনবদ্য। তোমাকে ওই চরিত্র গুলোর মধ্যে দিয়ে লোক মনে রাখবে। এ ছাড়া দেব বেনেগাল, রাকেশ মেহেরা, বিধু বিনোদ চোপরার মত পরিচালকদের সঙ্গে কাজ করা অভিনয়ের সঙ্গেই উপরি পাওনা হিসাবে আসে।``
ফারহানের আলমারিতে সবথেকে অদ্ভুত জিনিসটি কী:
``সম্ভবত সারা পৃথিবী এখন এই ব্যাপারে জেনে গেছে। এটার ব্যাপারে বলতে গেলেই আমি লজ্জিত হয়ে পড়ি। এটা আর কিছুই না, আমার ধূসর রঙয়ের মোজা জোড়া।``
ফারহান কো গুসসা কিঁউ আতা হে:
``যারা সময়ের প্রতি নিষ্ঠাবান নন তাদের আমি বিন্দুমাত্র পছন্দ করি না। যারা সময়ের দাম দেন, সময় মেনে চলার চেষ্টা করেন তাদের আমি সত্যি ভালবাসি। আমি জানি একজন তারকার মুখ থেকে এই ধরনের কথা শুনতে অদ্ভুত লাগে, কিন্তু সত্যিটা হল আমি নিজে যদি সময় মেনে চলতে না পারি তাহলে নিজের উপরই বিরক্ত হই।``
বোন জোয়ার সঙ্গে সব থেকে বড় ঝগড়া:
``ছোটবেলায় আমি বা জোয়া কেউই নিজের ঘর শেয়ার করতে চাইতাম না। আর এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত।"
ফারহানের মতে এখনও পর্যন্ত তাঁর সেরা পারফরম্যান্স:
``নিঃসন্দেহে `ভাগ মিলখা ভাগ`। এই ছবি অভিনেতা হিসাবে আমাকে আরও দক্ষ করে তুলেছে। আমি এমন সিনেমাই করতে চাই যেগুলি আমাকে সৃজনশীলতার আকাশে এভাবেই উড়তে সাহায্য করবে।``
ফারহানের মতে প্রকৃত পুরুষ কে:
``এমন একজন যে মহিলাদের সম্মান করবে। তাঁদেরকে বস্তু বানিয়ে রাখবে না।
First Published: Thursday, January 9, 2014, 17:51