Last Updated: Thursday, January 9, 2014, 17:51
তিনি জ্যাক অফ অল ট্রেটস এবং মাস্টার অফ অল। তাঁর জামার হাতায় আরও কী নতুন ম্যাজিক লুকিয়ে আছে তা বোধ হোয় তিনি স্বয়ংও জানেন না। পরিচালক, প্রযোজন, অভিনেতা, গায়ক- এই চার ভূমিকায় তিনি সমান সাবলীল, সমান খ্যাত। তাঁর বহুমুখী প্রতিভার ছোঁয়া বারবার সমৃদ্ধ হয়েছে সমসাময়িক রুপোলী জগত। তিনি ফারহান আখতার। জাভেদ আখতার আর হানি ইরানির পুত্র বলিউডের এই অল রাউন্ডার আজ ৪০-এ পা দিলেন।