Last Updated: November 16, 2012 14:14

দিওয়ালির সন্ধেবেলা পুরো বচ্চন পরিবারকে দেখা গিয়েছিল ঝাঁ চকচকে লাল-কালো বিএমডব্লিউ মিনি কুপারে। বচ্চন পরিবারের কাছে এ আর এমন কী ঘটনা। চমকের রহস্যটা সামনে এল এইবার। প্রথম জন্মদিনে মা-বাবার কাছ থেকে এই গাড়িটিই উপহার পেয়েছেন আরাধ্যা। জন্মের আগে থেকেই যিনি সেলিব্রিটি তার প্রথম জন্মদিন বোধহয় এর থেকে কমে হয় না। ভারতে বিএমডব্লিউয়ে সম্ভবত কনিষ্ঠতম মালকিনের নাম আরাধ্যা বচ্চন।
শুক্রবার ১ বছর পূর্ণ করলেন ভারতের মোস্ট সেলিব্রিটি চাইল্ড। "কোথা দিয়ে সময় চলে যায় বোঝাই যায় না। আজ আরাধ্যা এক বছরের হল। প্রথম জন্মদিন আমরা একদম পারিবারিক পরিসরেই পালন করতে চাই। আমাদের পরিবারের ঘনিষ্ঠরা ও আমার মা বাবা আসবেন আরাধ্যার জন্মদিনের পার্টিতে"। গত বুধবার শিশু দিবসের অনুষ্ঠানে জানিয়েছিলেন ঐশ্বর্য।

আরাধ্যার জন্মদিন দিয়ে উচ্ছ্বসিত অভিষেকও। বললেন, "জন্মের পর থেকেই মায়ের সঙ্গেই বাচ্চারা সবথেকে বেশি সময় কাটায়। তাই সন্তানের প্রথম জন্মদিন মায়েদের কাছে খুব স্পেশ্যাল"।
জন্মদিনের ৩ দিন আগে আরাধ্যার প্রথম দিওয়ালির স্পেশ্যাল সেলিব্রেশনেও কোন কসরত ছাড়েননি বচ্চনরা। জন্মদিন ব্যক্তিগত পরিসরে কাটালেও জলসার দিওয়ালি পার্টিতে এসেছিলেন শাহরুখ খান, অক্ষয় কুমার, টুইঙ্কল খন্না, দীপিকা পাডুকোন, বিপাশা বসু, সোনালি বেন্দ্রে, রবিনা টন্ডন, ঋষি কপুর, করণ জোহর, ফারহান আখতার, প্রকাশ ঝা, কুণাল কপুর, নীল নীতিন মুকেশ, তুষার কপুর, অমৃতা সিং...প্রায় আধা বলিউড।
আমরাও জানালাম হ্যাপি বার্থডে আরাধ্যা।
First Published: Friday, November 16, 2012, 14:14