Last Updated: July 26, 2013 17:17

কৃষক বিক্ষোভে উত্তাল হরিয়ানার ঝাঝর জেলা। তিনবছর অপেক্ষার পর ক্ষতিপূরণের চেক হাতে পেয়েছেন। চেক পেয়েই বিক্ষোভের আগুন দ্বিগুন হয়ে গেছে। কাউকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ২ টাকা। কাউকে বা ৬ টাকা। কেউ বা আবার পেয়েছেন ১২ টাকার চেক। এই চেক দিয়ে কী হবে তা বুঝেই উঠতে পারছেন না কৃষকরা। ক্ষতিপূরণের নামে এই প্রহসনের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন তাঁরা।
২০০৯ সালে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন হরিয়ানার ঝাঝর জেলার কৃষকরা। অতিবৃষ্টি ও বন্যা ক্ষেতের ফসল বরবাদ করেছে। প্রশাসন সেই সময় কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিল। বছর চারেকের মাথায় ক্ষতিপূরণের আশ্বাস পূরণ করেছে জেলা প্রশাসন। কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে চেক। সমস্যার শুরু সেখানেই। চেকের ক্ষতিপূরণের অঙ্ক দেখেই মাথা ঘুরে গেছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। কেউ পেয়েছেন ২ টাকার চেক। তো কারোর কপালে জুটেছে চারটাকার চেক। আবার কেউ বা পেয়েছেন ছয়টাকার চেক। এই টাকায় কোন ক্ষতিপূরণ হবে বুঝতে পারছেন না ঝাঝর জেলার কৃষকরা।
কৃষকদের ক্ষোভ বিক্ষোভের মুখে পড়েও জেলা প্রশাসন কিন্তু দমতে রাজি নয়। প্রশাসন এতে নিজেদের কোনও দোষ দেখছে না। প্রশাসনের সাফাইয়ে কৃষকদের ক্ষোভ আরও বেড়েছে। চাষীদের ক্ষোভকে কাজে লাগিয়ে ময়দানে নেমে পড়েছে বিরোধী দলগুলি।
First Published: Friday, July 26, 2013, 17:17